বাগেরেহাট ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু                   

প্রকাশ : 2022-09-01 19:32:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরেহাট ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু                   

বাগেরহাটে টিসিবি কার্ডধারী ও সাধারন ভোক্তাদের মাঝে ওএমএস কর্মসূচির আওতায়  ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় স্বল্প মুল্যে  চাল বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম তাহসিনুল হক, চাল ব্যবসায়ী সরদার আবু সাইদসহ খাদ্যকর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগে থেকে ঘোষনা দেওয়ায় চাল বিক্রির উদ্বোধনী দিনেই ক্রেতাদের উল্লেখযোগ্য ভীড় ছিল। নিত্য প্রয়োজনীয় পন্যের উর্দ্ধোগতির সময় ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে খুশি দরিদ্র ভোক্তারা।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পন্য সহজলভ্য করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। আমরা আশাকরি এর ফলে দরিদ্র নাগরিকরা উপকৃত হবেন।

বাগেরহাট জেলায় টিসিবির কার্ডধারী ৮১ হাজার পিরবার মাসে দুইবার ৫কেজি করে চাল কিনতে পারবেন। তবে সাধারন ভোক্তারা ৫ কেজি করে চাল প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ৩৪ পয়েন্টে ৩০ টাকা কেজি দরে  দৈনিক ৫০ টন চাল বিক্রি করা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তর।