বাগেরহাট স্বাস্থ্য বিভাগকে কোভিড সুরক্ষা সামগ্রী প্রদান করল সেনাবহিনী
প্রকাশ : 2021-11-04 19:28:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিটের তত্ত্বাবধানে বরিশাল সিএমএইচএ‘র পক্ষ থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে কোভিড- ১৯ প্রতিরোধে চিকিৎসা ও স্বাস্থ্য-সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসে মহামরী করোনা প্রতিরোধে এসব চিকিৎসা ও সবাস্থ্য-সুরক্ষা সরঞ্জামাদি ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন বরিশাল সিএমএইচএ’র মেজর রুবিনা ইয়াসমিন। এসময়, ৪৩ বীর ব্যাটালিয়নের কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন শাকিল আহমেদসহ বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন, বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে ৪০টি বিপি মেশিন এবং স্টেথেস্কোপ, ২৭টি নেবুলাইজার মেশিন, ৪০টি পালস অক্সিমিটার, ১৩টি ডায়াগনস্টিক সেট, ২০টি ওজন মাপা মেশিন, ২৭টি থার্মোমিটার ও ২৮টি টর্চ লাইট প্রদান করা হয়।