বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা 

প্রকাশ : 2021-12-11 11:23:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা 

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনের মনোনয়নপত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমা দিয়েছেন প্রার্থীরা। শুক্রবার (১০ ডিসেম্বর ) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত নির্ধারিত সময়ে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার  দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে।  শুক্রবার (১০ডিসেম্বর) বিকালে বাগেরহাট প্রেসক্লাবে এবারের নির্বাচনে ১৪টি পদের সবকটিতে নীহার- বাকী প্যানেল থেকে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে নিহার রঞ্জন সাহা (বিটিভি), সহ-সভাপতি পদে ইসরাত জাহান (যায়যায়দিন), সাধারণ সম্পাদক পদে তালুকদার মো. আব্দুল বাকী (ভোরের কাগজ), সহ সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী) অর্থ সম্পাদক পদে মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে এস এম সামসুর রহমান (আরটিভি), তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে নকিব সিরাজুল হক (স্পন্দন),  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (ভোরের আকাশ) এবং নির্বাহী সদস্যের ৬টি পদে শেখ আহসানুল করিম (বাংলাদেশ প্রতিদিন), মো. দেলোয়ার হোসেন (সমকাল), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), ফকির হাসান আলী (আমাদের অর্থনীতি), এস এস শোহান (আমার সংবাদ), আল আমীন খান (আজকালের খবর) প্রতিদ্বন্দিতা করছেন।

অপর দিকে সভাপতি পদে বাবুল সরদার (জনকন্ঠ), অধ্যাপক মাহফিজুর রহমান(চ্যানেল আই) সহ সভাপতি পদে নিয়ামুল হাদী রানা (আমাদের সময়), সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস(কল্যান) সহ সাধারন সম্পাদক পদে লিটন সরকার  (দেশের কন্ঠ) অর্থ সম্পাদক পদে খন্দকারআকমল উদ্দিন শাখি (বেতার), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে আজাদুল হক (সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অরিন্দম দেবনাথ ( গ্রামের কাগজ),নির্বাহী সদস্য পদে মোয়াজ্জেম হোসেন মজনু (দিনের আলো), আলী আকবর টুটুল (সময়টিভি) প্রতিদ্বন্দিতা করছেন, বলে বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মো. ইয়ামীন আলী এ এসব তথ্য জানিয়েছে। আগামী (১৪ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৪টা চুড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ ও ২১ডিসেম্বর মঙ্গলবার বিকাল ২টা থেকে  ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।