বাগেরহাট ডিস্ট্রিক পলিসি ফোরামের আলোচনা সভা
প্রকাশ : 2021-09-29 19:26:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সু-শাসনের পূর্বশর্ত দুর্ণীতিমুক্ত সচ্ছ ও জবাবদিহিতামূলক জনসেবা নিশ্চিত করা। আর এ জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী সরকারী-বেসরকারী সকল প্রতিষ্টানের স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশ করা উচিৎ। তথ্য অধিকার আইন হলো এমন একটি আইন যা জনগন কতৃপক্ষের উপর প্রয়োগ করতে পারেন। এই আইনের বিধানাবলী সাপেক্ষে, কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। কোন নাগরিকের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকেন।” মঙ্গলবার সন্ধায় “আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উপলক্ষ্যে ‘বাগেরহাট ডিস্ট্রিক পলিসি ফোরাম’-এর উদ্যোগে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্টার স্বপ্ন বাস্তবায়নে সচ্ছতা, জবাবদিহিতা ও দুর্ণীতিমুক্ত ভোগান্তিহীন জনসেবা যে কোনমূল্যে নিশ্চিত করতে হবে, আর এজন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা জরুরী। জনগনের সচেতনতা বৃদ্ধিও কোন বিকল্প নেই। তাঁর ভাষায়, তথ্য গোপন নয়, তথ্যের উন্মুক্ততা নিশ্চিত করতে হবে। জনগণকে সচেতন হতে হবে।
বাগেরহাটে ‘ডিস্ট্রিক পলিসি ফোরাম’-এর সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্টিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের প্রলিশ সুপার কে.এম আরিফুল হক, ডিডিএলজি দেবপ্রসাদ পাল, সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন, ডিডি এফপি বিকাশ কুমার দাস, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো: মেহেদী হাসানএ সন্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মোচ্ছাবেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী, সচেতন নাগরিক কমিটি-বাগেরহাটের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড: শাহ আলম টুকু, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, প্রফেসর ইমরান হোসেন প্রমুখ।
পিফরডি প্রকল্পের সিভিল সোসাইটি কো-অর্ডিনেটর মোফাক্কার খান চৌধুরী, আরসি মোহাম্মদ কামরুল হোসেন ও ফ্যাসিলেটেটর গোপীনাথ সাহা প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। ইরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থয়নে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাধানে পরিচালিত পি,ফর,ডি প্রকল্পের উদ্যোগে গঠিত ডিপিএফ-এর এ সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, নারীনেত্রী, সাংবাদিক, সমাজসেবক-সহ বিভিন্ন শ্রেনীপেশার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন, ডিপিএফ- বাগেরহাটের সাধারণ সম্পাদক এম এ সালাম সেখ ও সদস্য তিথি দেবনাথ।