বাগেরহাটে ৬০৩ জনকে ৪ লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা

প্রকাশ : 2021-08-02 20:06:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে ৬০৩ জনকে ৪ লক্ষ ৯২ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ এবং লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় ৬০৩ জনকে ৪ লক্ষ ৯২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ঈদুল আযহার পরে শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দশ দিনে (২৩ জুলাই থেকে ০১ আগস্ট) এসব দন্ডাদেশ প্রদান করা হয়। এই সময়ে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশও দিয়েছে আদালত।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিনুজ্জামান বলেন, করোনা সংক্রমন রোধে জেলা প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে। এজন্য আমরা লকডাউনের শর্ত না মানা এবং স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদেরকে আইনের আওতায় আনছি। গেল দশদিনে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬০৩ জনকে ৪ লক্ষ ৯২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। এর এই সাজার ফলে অনেক মানুষ সচেতন হবে বলেও জানান তিনি।