বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

প্রকাশ : 2022-12-04 10:23:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে নিরাপদ সড়ক চাই‘র পক্ষ থেকে এই ছাগল বিতরণ করা হয়। সংগঠনটির জেলা কার্যালয় চত্বরে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ। এসময়, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সহসভাপতি মুখার্জী রবীন্দ্রনাথ, তানিয়া খাতুন, সহ-সাধারণ সম্পাদক এইচ এম মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুল হক, অর্থ সম্পাদক এসএস শোহান, সদস্য সাদিয়া আফরোজ, শহিদুল ইসলাম, শেখ সোহেল, নেপাল চন্দ্র সাহা, সোহাগ আহমেদসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

এদিন সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী বাগেরহাট শহরের যাত্রাপুর এলাকার এসএম তাজ উদ্দিন (৪৭),  দশানী ক্রসরোড এলাকার মোঃ হামিদ শেখের স্ত্রী রেনু বেগম এবং খানজাহান আলী পল্লী এলাকার পরিবহন শ্রমিক সোহেল কাজীর স্ত্রী  প্রত্যেককে একটি করে ছাগল প্রদান করা হয়। ভবিষ্যতে এই ছাগল সংসারে আর্থিক স্বচ্ছলতা আনায়নে সহযোগিতা করবে বলে মনে করেন অতিথিগণ।