বাগেরহাটে স্বাস্থ্য ক্যাম্পে ৪ হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান
প্রকাশ : 2024-10-29 18:26:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাট সদরের বেশরগাতী গ্রামে অলাভজনক স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান লতিফ মাষ্টার ফাউন্ডেশনে অর্থায়ানে তিন দিনব্যাপী বিনামূল্যে চক্ষু, স্বাস্থ্য চিকিৎসা ও মাধ্যমিক পর্যায়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনা প্রশিক্ষন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল পর্যন্ত এই স্বাস্থ্য ক্যাম্পে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ২০জন বিশেষঞ্চ চিকিৎসক চক্ষু, হার্ট, মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও চর্ম রোগসহ বিভিন্ন রোগাক্রান্ত ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ৮০০ কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনা মূলক প্রশিক্ষন প্রদান করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার ও মাষ্টার লতিফ ফাউন্ডেশনের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব মোহম্মদ মশিউর রহমান, সাবেক যুগ্ম সচিব শেখ হামিম হোসেন, সাবেক যুগ্ম সচিব খন্দকার রুহুল আমিন, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নিবার্হী ঝুমুর বালা, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস, মাষ্টার লতিফ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসি রফিকুল ইসলাম জগলু সিপিএ, কেন্দ্রীয় বিএনপির গবেষনা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম, শায়েদ আলী রবি,নাসির আহম্মেদ মালেক, খাদেম নিয়ামুল নাসের আলাপ, মাহাবুবর রহমান আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।