বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় একদিনে ৭৭ জনকে জরিমানা
প্রকাশ : 2021-07-28 19:39:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় একদিনে ৭৭টি মামলায় ৭৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অর্থদন্ডাদেশ প্রাপ্তদের কাছ থেকে ৩৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার(২৭ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসন ও বিভিন্ন উপজেলার ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এর আগে লকডাউনের প্রথম চার দিনে ২৭৭ জনকে দুই লক্ষ ১৯ হাজার ৮৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করেণ নির্বাহী ম্যাজিষ্ট্রেট গন। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ অব্যাহত রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিনুজ্জামান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যাচ্ছি। এর ধারাবাহিতকায় মঙ্গলবার ৭৭ জনকে ৩৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি আমরা মানুষকে সচেতনও করছি।