বাগেরহাটে স্কুলশিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার

প্রকাশ : 2022-03-09 11:47:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে স্কুলশিক্ষার্থী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার

বাগেরহাটের রামপালে ৫ম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে হাসান মীর (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (০৭ মার্চ) রাতে র‌্যাব-৬ খুলনার সদস্যরা রামপাল উপজেলার সারাপপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান মীরকে গ্রেফতার করে। এর আগে সোমবার  বিকেলে রামপাল উপজেলার সরাপপুর গ্রামের নিজ সুপারি বাগানে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে অভিযুক্ত হাসান। পরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাসান মীরকে আসামী করে রামপাল থানায় মামলা দায়ের করেন।গ্রেফতার হাসান মীর রামপাল উপজেলার সরাফপুর গ্রামের হাবিব মীরের ছেলে।

শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছুদ্দিন বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৫ম শ্রেনির ওই শিক্ষার্থীর সাথে দেখা হয় হাসান মীরের। এসময় হাসান মীর বলেন, তোর মা আমার বাড়িতে আছে, আমার সাথে চল। তখন ওই শিক্ষার্থীকে সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে হাসান মীর। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওই রাতেই অভিযুক্ত হাসান মীরকে আসামী করে মেয়েটির বাবা বাদী রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামী হাসান মীরকে গ্রেফতার করেছে র‌্যাব।

ওসি আরও বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।