বাগেরহাটে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

প্রকাশ : 2022-02-01 18:46:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বাগেরহাটে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্মান সামাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।  নির্মান সামাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাগেরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদ হাসান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাবেরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেল পারভেজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: সুমিতাই ইয়াসমিন উপস্থিত ছিলেন। কর্মশালায় বাগেরহাট পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৪০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

দিনব্যাপি এই কর্মশালায় সাইবার অপরাধের কুফল, ব্যাপকতা ও সাইবার অপরাধ থেকে দূরে থাকার উপায় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এর পাশাপাশি সাইবার অপরাধ মুক্ত থাকতে যুবসমাজ ও শিক্ষার্থীদের করনীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথিগণ।