বাগেরহাটে সম্ভাবনা ও সমস্যা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশ : 2022-09-12 19:05:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে সম্ভাবনা ও সমস্যা বিষয়ক মতবিনিময় সভা

বাগেরহাটের সম্ভাবনা ও সমস্যা বিষয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধিজনদের সাথে মতবিনিময় সভা করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, হাফিজ আল আসাদ, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুুর রহমান চৌধুরী বলেন, সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্যই সরকার আমাদের নিয়োগ করেছেন। সেবা দিতে হবে নিশ্বার্থভাবে। কারও কাছ থেকে উপকার নেওয়া যাবে না সেবার বিনিময়ে। সকল কর্মকর্তাদের ভাল হতে হবে। আপনি ভাল হলে আপনার অধিনস্থরাও ভাল হবে। 

এদিকে মতবিনিময় সভা শেষে বাগেরহাট সদর উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।