বাগেরহাটে শোক-শ্রদ্ধায় শহীদ শেখ কামালকে স্মরণ
প্রকাশ : 2022-08-05 19:27:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শোক-শ্রদ্ধায় জাতির পিতার বড় ছেলে শহীদ শেখ কামালকে স্মরণ করেছে বাগেরহাটবাসী।শুক্রবার (৫ আগস্ট) সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভায়র আয়োজন করা হয়। বাগেরহাট জেলা প্রশাসন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। শেখ কামালের জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা ম্য্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, নারী নেত্রী রিজিয়া পারভীন প্রমুখ।
এছাড়াও জেলার ৯টি উপজেলা সদরে এবং বিভিন্ন ইউনিয়নে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।