বাগেরহাটে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন 

প্রকাশ : 2021-11-16 19:02:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন 

বাগেরহাটে কমিউনিটি বেইজড মেন্টাল হেলথ সার্ভিসেস এর আয়োজনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিদ্যালয় মিলনায়তনে বিজয়ী প্রতিযোগীদের মাঝে এই পুরুস্কার বিতরণ করা হয়।

রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবিরের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মরিয়ম বেগম হিরা, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ব্যবস্থাপক এহসানুল হক, শিক্ষক সুমন কৃষ্ণ দাস, জয়দেব কুমার দাস প্রমুখ।

শিশু ও তরুনদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় পিয়ার সাপোর্ট গ্রুপ সদস্যেদের মধ্যে এ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল কোভিড-১৯ ও চিত্রাঙ্কনের বিষয় ছিল প্রাকৃতিক দৃশ্য। বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।