বাগেরহাটে যুব দিবস উপলক্ষে ক্রীড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-08-13 08:53:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে যুব দিবস উপলক্ষে ক্রীড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে আন্তর্জাতিক যুব দিবস-২০২২ উপলক্ষে ফুটবল খেলা, হাড়িভাঙ্গা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ্যাক্টিভিস্টা বাগেরহাটের এর আয়োজনে এবং গ্লোবাল প্লাটফর্ম অফ বাংলাদেশ, বাধঁন মানব উন্নয়ন সংস্থা ও যুব উন্নয়ন অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মাসুদুল হাসান মালিক, বাগেরহাট খানহজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখী,সদর যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগর আলী, এ্যাকশন এইড বাংলাদেশ এর ইন্সপাইরেটর ওবায়েদুল্লাহ আল ইমন, বাঁধনের এফোরটি প্রকল্পের প্রকল্প সমš^য় কারী মুশফিকুল ইসলাম রিতু, সোহাগ হাওলাদার, প্রগ্রাম অফিসার সানি জোবায়ের, এছাড়া এ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের ২ শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।পরে হাড়িভাঙ্গা, শিশুদের জন্য বিস্কুট দৌড়, সব বয়সিদের জন্য হাড়িভাঙ্গা ও ফুটবল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো আন্ত-প্রজন্ম সংহতি সকল বয়সের জন্য একটি বিশ্ব তৈরি করা।

বক্তারা বলেন, আমরা টেকসই উন্নয়ন নিশ্চিত করে যে নিরাপদ ও সমতার বিশ্বের স্বপ্ন দেখি তা অপূর্ণই রয়ে যাবে যদি না আমরা প্রজন্ম থেকে প্রজন্মের দূরত্ব ও ভিন্নতা ভুলে গিয়ে সকল বয়সের মানুষ এক সাথে কাজ করি। প্রজন্ম থেকে প্রজন্মের সেতু বন্ধন আরো দৃড় করতে ও তারুণ্যের অংশগ্রহণের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে।