বাগেরহাটে মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : 2023-01-15 14:32:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ আবু সাইদ হাওলাদার(৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার চর-হোগলাবুনিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে আবু সাঈদকে আটক করা হয়। সে ওই গ্রামের আলতাপ হাওলাদারের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে আবু সাঈদকে প্রথমে আটক করে পরে তার দেখানো মতে বসতঘর থেকে দেড় কজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ গাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান জানান, আবু সাইদ একজন মাদক বিক্রেতা। সে গাঁজার একটি চালান নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল তাকে হাতেনাতে আটক করে এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ডপূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়।