বাগেরহাটে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : 2022-04-11 18:54:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাতৃদুগ্ধ বিকল্প (বিপনন নিয়ন্ত্রণ) আইন-২০১৩-এর সঠিক বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটি নামক একটি সংগঠন এই সংবাদ সম্মেলন করে। বাগেরহাট পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির চেয়ারপার্সসন ফরিদা আক্তার বানু লুসির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, রুপান্তর কর্মকর্তা তসলিম আহমেদ টংকর, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জীসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাতৃদুগ্ধ বিকল্প (বিপনন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী বাংলাদেশে মাতৃদুগ্ধের বিকল্প গুরো দুধ বিক্রয় নিষিদ্ধ। আইন থাকার পরে বাগেরহাটে বেশিরভাগ দোকানে প্রকাশ্যে গুরো দুধ বিক্রি হয়। যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। মায়ের দুধ না খাওয়াইয়ে বিকল্প গুরো দুধ খাওয়ালে শিশুদের নিউমোনিয়াজনিত মৃত্যুর ঝুকি প্রায় ১৫ গুন বৃদ্ধি পায়, ডায়রিয়ায় মৃত্যুর ঝুকি বৃদ্ধি পায় ১১ গুন, শিশুদের অপুষ্টি ও অন্যান্য কারণেও মৃত্যুর ঝুকি বৃদ্ধি পায়। স্পষ্ট আইন থাকার পরে প্রকাশ্য বাজারে গুরো দুধ বিক্রয় বন্ধ হয়নি। আমরা চাই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাতৃদুগ্ধের বিকল্প গুরো দুধ বিক্রয় বন্ধ হোক। মাতৃদুগ্ধ বিকল্প (বিপনন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
পরে মাতৃদুগ্ধ বিকল্প (বিপনন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।