বাগেরহাটে মাছে কৃত্তিম রং, দুই ব্যবসায়ীকে জরিমানা  

প্রকাশ : 2022-08-07 21:25:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে মাছে কৃত্তিম রং, দুই ব্যবসায়ীকে জরিমানা  

বাগেরহাটে সামুদ্রিক মাছে মানব দেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (০৭ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাগেরহাটের নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং বাগেরহাট জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, বাগেরহাটের মৎস্য ব্যবসায়ী মোঃ আবুল কালাম ও এমাদুল সরদার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে মাছ রঙ্গিন করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে কেবি বাজারে অভিযান চালানো হয়। এসময় দুই ব্যবসায়ী সামুদ্রিক মৎস্য আড়ত কেবি থেকে মাছ ক্রয় করে রাস্তার পাশে বসে সাদা রঙের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছে ক্ষতিকর রাসায়নিক রং মেশাতে দেখা যায়। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এই অপরাধে ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।