বাগেরহাটে মাছের ঘের দখলে গুলিবর্ষণ

প্রকাশ : 2023-01-04 15:37:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে মাছের ঘের দখলে গুলিবর্ষণ

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়ীয়া এলাকায় একটি মাছের ঘের দখল করা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। আর এই বিরোধের জের ধরে ঘেরে মাছ থাকা একপক্ষ সোমবার [২ জানুয়ারী] বিকেলে ভেকু মেশিন বসিয়ে ঘের পৃথক করতে গেলে অপর পক্ষ বাঁধাদান করে। এ ঘটনার এক পর্যায়ে জোর দখলে যাওয়া জিলাম হাওলাদার তাদের লাইসেন্সকৃত বন্দুক নিয়ে গুলিবর্ষণ করে। যা নিয়ে উভয়পক্ষে চরম উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা ও মাছের ঘের জোর দখলের ঘটনা নিয়ে ওই ঘেরের পার্টনার রামপাল উপজেলার বাশতলী ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল বাদী হয়ে মঙ্গলবার [৩ জানুয়ারী] বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেছেন।মামলায় আসামি করা হয়েছে, ডেমা বাশবাড়ীয়া এলাকার জুয়েল হাওলাদার ও জিলাম হাওলাদার, একই এলাকা কুদ্দুস হাওলাদার ও ফারুখ হাওলাদারসহ অজ্ঞাত আরো ৫/৬জনকে। পুলিশ এ ঘটনায় জিলাম হাওলাদার [৫০] নামের এজাহারনামীয় একজন আসামিকে গ্রেফতার করেছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি] মহসীন জানান, ডেমা ইউনিয়নের বাশবাড়ীয়া এলাকায় একটি মাছের ঘের জোরপূর্বক দখল চেষ্টা, মাছ লুট ও পোনা মাছের ক্ষতিসহ বাদীকে গুলি করে হত্যার চেষ্টা করার অভিযোগ এনে ওই মাছের ঘেরের পার্টনার ইউপি চেযারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল মামলা করেছেন। আমরা জিলাম হাওলাদার নামের এজাহারনামীয় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে, আসামি পক্ষ থেকে জানানো হয় তাদের জমিতে ভেকু মেশিন বসিয়ে ঘেরের বাধ দেয়ার ঘটনা বাঁধা দিলে আত্মরক্ষার্থে লাইসেন্সকৃত বন্দুক
দিয়ে ফাকা গুলি করা হয়।