বাগেরহাটে মহিলা আওয়ামী লীগের আনন্দ র‌্যালি

প্রকাশ : 2022-06-26 09:49:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে মহিলা আওয়ামী লীগের আনন্দ র‌্যালি

স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) বিকালে বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। আনন্দ র‌্যালীটি বাগেরহাট স্টেডিয়াম থেকে শুরু করে রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তালুকদার রীনা সুলতানার নেতৃত্বে আনন্দ র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড সীতা রানী দেবনাথ, মহিলা নেত্রী পূর্নিমা দাস, নাদিয়া আক্তার,সালমা আক্তার, আমেনা বেগম, আলিয়া খাতুন, তানিয়া বেগমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।