বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অভহিতকরণে র‌্যালী 

প্রকাশ : 2021-10-31 19:02:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অভহিতকরণে র‌্যালী 

বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ পরিচালক দেব প্রসাদ পাল, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দোকার আছিফ উদ্দিন রাখি, কনজ্যুমার এ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ, বাগেরহাট জেলা সভাপতি বাবুল সরদার, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মাদ ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।