বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

প্রকাশ : 2022-10-03 18:25:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকালে শহরের এসিলাহ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খোন্দকার মোহম্মদ রেজাউল করিম। “গড়রো শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের  সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আমাতুল হাফিজের স লনায় অনুষ্ঠিত বিশ^ শিশু অধিকার সপ্তাহের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মু: শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, শিশু একাডেমির সদস্য শেখ আজমল হোসেনপ্রমুখ। 

আলোচনা সভা শেষে শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারন করা হয় এবং সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।