বাগেরহাটে বিনামূল্যে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও চশমা বিতরন

প্রকাশ : 2022-04-03 19:06:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে বিনামূল্যে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও চশমা বিতরন

বাগেরহাটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চশমা বিতরন করা হয়েছে। রবিবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চশমা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্রীদের মাঝে চশমা বিতারন করেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।

এর আগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 'দৃষ্টিদান' চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে সরকারি বালিকা বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীর চক্ষু পরিক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করেন।

'সাইট সেভার্স' ও বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু পরিক্ষা ও চশমা বিতারন অনুষ্ঠানে 'দৃষ্টিদান' চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হকের সভাপতিত্বে চশমা প্রদান অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ, অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, 'দৃষ্টিদান' এর প্রকল্প কর্মকর্তা কাজী সাইদুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল, অভিভাবক ফোরামের সহ-সভাপতি আসমাতুল ফাতিমা ময়না ও নবীর উদ্দীন হাওলাদার, সাধারণ সম্পাদক কল্লোল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক সোমা দাসসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এদিন বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।