বাগেরহাটে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক
প্রকাশ : 2022-12-10 19:29:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নাশকতা চেষ্টার অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১৪ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে পুলিশ।আটককৃতরা হল, মোরেলগঞ্জ পৌর সভার আদর্শ পাড়ার মো. মশিউর রহমান শফিক[৫৭), গুলিশাখালির মো. আব্বাস উদ্দিন হাওলাদার[৬৫), একই এলাকার মো. মোস্তাফিজুর রহমান[৪২), পৌর সভার উত্তর সরালিয়ার মো. আরিফুল ইসলাম অনিক[২৪), একই এলাকার মাসুদ খান চুন্নু[৫৫), একই এলাকার মো. মিজানুর রহমান[৪৮), বারইখালীর মো. বাদল শরীফ[৫২), শ্রেনীখালীর মো. সুমন খান[৪৩), পৌরসভার বারইখালীর মো. এমদাদুল ইসলাম হাওলাদার ইমু[৪০), কালিকাবাড়ির মো. মিজানুর রহমান ওরফে আ. রব[৩৫), পৌরসভার বারইখালীর মো. মিন্টু হাওলাদার[৪০), পূর্ব চিপা বারইখালীর মো. শহিদুল ইসলাম হাওলাদার[৪৫), ডেউয়াতলার মো. আবুল বাশার[৬০) ও হোগলাপাশার এসএম ফেরদৌস[২৯)। আটকৃতদের অধিকাংশই বিএনপি’র নেতাকর্মী এবং বাকিরা জামায়াতের নেতাকর্মী।
থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১২ টার দিকে আসামিরা সেতারা-অব্বাস বিএম কলেজ মাঠে সঙ্গবদ্ধ হয়ে নাশকতার প্রস্তুতিকালে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১ টি বিস্ফোরিতসহ ৪টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় ২৮ জনকে নামিয় ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে।বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক
থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১২ টার দিকে আসামিরা সেতারা-অব্বাস বিএম কলেজ মাঠে সঙ্গবদ্ধ হয়ে নাশকতার প্রস্তুতিকালে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১ টি বিস্ফোরিতসহ ৪টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় ২৮ জনকে নামিয় ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে।