বাগেরহাটে বিএনপির দুস্থ্য ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশ : 2022-05-31 20:54:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে বিএনপির দুস্থ্য ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচির ২য়দিন দুস্থ্য ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে বাগেরহাট শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে প্রায় ৫শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে শাড়ী বিতরন করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের সভাপতিত্বে বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক সভাপতি এম এ সালাম উপস্থিত থেকে দারিদ্র হাতে কাপড় তুলে দেন । 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি,যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন, যুবদলের সহ-সভাপতি নাজমুল হুদা, বাগেরহাট সদর উপজেলার সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, কৃষকদলের আহবায়ক আছাফুদ্দৌলা জুয়েল,জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এলাহি মল্লিক আলম, ছাত্রদলের সাধারন সম্পাদক আলী দ্বীপ, মহিলাদলের সাধারন সম্পাদক ইভা আক্তার, ছাত্রদলের যুগ্ন-সম্পাদক ফয়ছাল মোর্সেদ প্রমুখ।