বাগেরহাটে বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত
প্রকাশ : 2021-11-20 18:55:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয়তাবাদি দল বিএনপির বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির দাবিতে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে গণঅনশন কর্মসূচি পালন করে বাগেরহাট পৈার বিএনপির ব্যানারে । আজ শনিবার বাগেরহাট জেলা বিএনপির সরুই কার্যালয়ে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন সকাল ৯টা থেকে বিকেল ২ টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হয়।
অনশন কর্মসুচিতে পৈার বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনশন চলাকালে বর্তমান সরকারের এক তরফা নীতির সমালোচনা ও বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও মুক্তির দাবী জানিয়ে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা বাগেরহাট পৈার বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরো, যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, কৃষকদলের আহবায়ক আসাউদ্দৌলা জুয়েল, যুবদলের সহ-সভাপতি নাজমুল হুদা, শ্রমিকদলের সভাপতি আতিয়ার সরদার,মহিলা দলের সাধারন সম্পাদক সাহিদা আক্তার, যুবদলের পৈার আহবায়ক জসিম সরদার, সদস্য সচিব ্ওমর আলী মুন্না, বিএনপি নেতা এ্যাড. সাজ্জাত হোসাইন, জহিদুল ইসলাম স্বপন, এলাহি মল্লিক আলম, মোজাম আলী প্রমুখ ।
প্রধান অতিথি তার বক্তব্য বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান। গন অনশন শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয় । দোয়া পরিচালনা করেন মাও. আবু বক্কর সিদ্দিক ।