বাগেরহাটে বাসের চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল পুলিশের
প্রকাশ : 2022-03-27 19:03:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের ফকিরহাটে বাসের চাকায় পৃষ্ট হয়ে ইলিয়াস হোসেন (৩৬) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন ফকিরহাট মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কাশিপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমš^য়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার সকালে কনস্টেবল ইলিয়াস ডিউটি পালনের উদ্দেশ্য বের হন। সকাল সাড়ে ১১টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ইলিয়াস হোসেন ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।