বাগেরহাটে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড
প্রকাশ : 2021-08-07 20:51:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের চিতলমারী সহকারি কমিশনার, ভূমি (এসিল্যান্ড) জান্নাতুল আফরোজ স্বর্ণা প্রত্যন্ত গ্রামে হানা দিয়ে বাল্যবিবাহ প- করেছেন। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বড়বাড়িয়া-পরানপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭ বছর বয়সী ওই কিশোরী স্কুল ছাত্রীকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বর পক্ষের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায়সহ উভয় পক্ষের মুচলেকা নেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার, ভূমি (এসিল্যান্ড) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ওই কিশোরীর বিয়ে বন্ধ করেছি। বরপক্ষকে ৩ হাজার টাকা জরিমানাসহ উভয় পক্ষের মুচলেকা নেয়া হয়েছে। ওই কিশোরী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না।
উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাপুর গ্রামের দশম শ্রেণির ওই ছাত্রীর সংগে একই গ্রামের মৃত আসাদ শেখের ছেলে সিজান শেখের (৩০) বিয়ের আয়োজন চলছিল।