বাগেরহাটে বাকি তালুকদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশ : 2022-07-16 20:07:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে বাকি তালুকদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক, জেলা আওয়ামী লীগের কোষাধ্য¶ ও জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্ব বাকী তালুকদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে জেলা তাঁতী লীগের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইফতেখার“ল ইসলাম রানা, সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি শেখ জাহিদুল রহমান, সাধারণ সম্পাদক লিটু দাস, পৌর তাঁতী লীগের সভাপতি খান মিঠু, সাধারণ সম্পাদক আরাফাত মীর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টুটুলসহ প্রমুখ।

অপরদিকে, বাগেরহাট পৌর তাঁতীলীগের উদ্যোগে শহরের মেগনিতলা এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে, বাগেরহাট জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক সজিব সিকদার, বাগেরহাট পৌর তাঁতীলীগ এর সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক আরাফাত মীর, সহ সভাপতি আনিছুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমন, সাংগঠনিক সম্পাদক কালাম জমাদ্দার প্রমুখ। দোয়া পরিচালনা করেন বাগেরহাট কামিল আলিয়া মাদ্রাসার অধ্য¶ মাওলানা মোহাম্মদ এমদাদুল হক। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাবারক বিতরন করা হয়।