বাগেরহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতারণ
প্রকাশ : 2023-01-22 12:41:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাট ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার, শীত নিবারনে কম্বল ও চক্ষু পরিক্ষা করে চশমা বিতরণ করা হয়েছে।শহরের স্বাধীনতা উদ্যানে বুধবার (১৮ জানুয়ারী) সকালে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতারণকালে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান,সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবার উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। এ ছাড়া বাগেরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম শিপন, প্রতিবন্ধী বিষয়ক সংস্থা এডিডি ইন্টার ন্যাশনালের এহসানুলসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।