বাগেরহাটে প্রতিবন্ধীদের চক্ষু সেবা নিশ্চিত করনের লক্ষে মতবিনিময় সভা

প্রকাশ : 2022-10-03 18:35:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে প্রতিবন্ধীদের চক্ষু সেবা নিশ্চিত করনের লক্ষে মতবিনিময় সভা

বাগেরহাটে প্রতিবন্ধীদের চক্ষু সেবা নিশ্চিত করনের লক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সেমবার দুপুরে জেলা সমাজসেবা উপ-পরিচালকের কার্যালয়ে দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ও সাইট সেভার্স এর সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহম্মদ রেজাউল করিম। 

জেলা সমাজসেবা উপ-পরিচালক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মল্লিক আসাদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, শহর সমাজসেবা কর্মকর্তা মো: নাজমুছ সাকিব, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি মো: ফিরোজ হাওলাদারসহ জেলায় কর্মরত বেসকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।