বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : 2021-08-23 19:59:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে শিশু আরিফা আক্তার জুই নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্য হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) দুপুরে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে নিজ বাড়িতে পুকুরে ডুবে মারা যায় ওই শিশু। নিহত শিশু আরিফা খুড়িয়াখালী গ্রামের জসিম ঘরামীর মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টার দিকে শিশু আরিফা খেলতে খেলতে সবার অলক্ষ্যে বসত ঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে খুজতে খুজতে শিশুটির দাদী পুকুরে ভাসমান অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিলো।