বাগেরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ, দুই জেলেকে জরিমানা
প্রকাশ : 2021-07-01 19:56:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণের অভিযোগে দুই ট্রলার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে সমুদ্র থেকে মাছ আহরণ করে আসার পথে মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান চালিয়ে এফবি মা ও এফবি সীমা নামের দুই ট্রলারকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা। পরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ দেন। সেই সাথে জেলেদের আহরণকৃত মাছ নিলামে বিক্রির আদেশ দেন এই কর্মকর্তা।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এফবি মা ও এফবি সীমা নামক দুটি ট্রলার সাগর থেকে মাছ আহরণ করে বিক্রির উদ্দেশ্যে বাগেরহাট যাচ্ছিল। কোস্টগার্ড সদস্যরা পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলার দুটি আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে এফ বি মা ট্রলারের মালিক সেলিম চৌধুরী ও এফবি সীমা ট্রলারের মালিক হাফিজুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির ৮ থেকে ১০ মন মাছ নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে বিক্রির ৮০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।