বাগেরহাটে নারী ইউপি সদস্যকে ধর্ষণচেষ্টা

প্রকাশ : 2023-10-20 18:55:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে নারী ইউপি সদস্যকে ধর্ষণচেষ্টা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের এক নারী সদস্যকে (৩৫) জোরপূর্বক ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে আহত করেছে। ঘটনার সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে তার স্বামী ছুটে গেলে তাকেও মারপিট করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে চিতলমারী উপজেলার খাগড়া বুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত ওই নারী ও তার স্বামীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী দম্পতি জানান, মোল্লাহাট উপজেলায় বাড়ি হলেও সম্প্রতি খাগড়া বুনিয়া গ্রামে বাড়ি করে সেখানে বসবাস করছেন তারা। নতুন বাড়িতে বসবাসের শুরু থেকেই পাশের বাড়ির ওবায়দুল শিকদার (৩৫) আপত্তিকর অঙ্গভঙ্গী করাসহ মহিলা মেম্বরকে অনৈতিক প্রাস্তাব দেয়। যে কারণে ওবায়দুলকে এড়িয়ে চলেন তিনি। ঘটনার সময় স্বামী ঘরে না থাকার সুযোগে ওবায়দুল ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। তখন নিজেকে রক্ষার চেষ্টা করাসহ ডাক চিৎকার করেন তিনি। ধস্তাধস্তি ও ডাক চিৎকারের কারণে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ওবায়দুল ছুরি দিয়ে কুপিয়ে ও কামড়ে মহিলাকে জখম করে। ওই সময় স্ত্রীর চিৎকার শুনে বাড়ি থেকে দূরে থাকা স্বামী দ্রæত ঘরে প্রবেশ করলে তাকেও ঘুষি ও ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় ওবায়দুল। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান ভিকটিম দম্পতি। ওবায়দুল শিকদার (৩৫) খাগড়া বুনিয়া গ্রামের হাসেম শিকদারের ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, আহত দম্পতি থানায় আসছিলেন, যেহেতু ঘটনা চিতলমারী থানার মধ্যে তাই, তাদেরকে চিতলমারী থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হয়েছে। তবে শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত চিতলমারী থানায় এ ঘটনায় কেউ অভিযোগ করেননি বলে জানিয়েছেন ওসি এইচএম কামরুজ্জামান খান।