বাগেরহাটে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা

প্রকাশ : 2022-09-08 19:27:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বাগেরহাটে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সনাকের আয়োজনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী মল্লিক, সনাক সদস্য এফ. এম. মোস্তাফিজুল হক, মোরশেদুর রহমান, ফিরোজা নাসরির ডলি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এস. এম. আবু বকর সিদ্দিক, সহকারি প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, এসিজি সমš^য়কারী মো. জাহাঙ্গীর হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্যতিক্রম এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দশজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সনাকের এমন আয়োজন শিক্ষার্থীদের দূর্নীতি বিরোধী মনোভাব অর্জনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।