বাগেরহাটে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
প্রকাশ : 2022-12-12 18:48:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। প্রগতিশীল প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নতি প্রতিপাদ্যের ব্যানারে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।
এর আগে সোমবার সকালে শহরের শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে একাধিক সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন। পরে শহরের একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) হাফিজ আল আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আরো আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।