বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মাছ ব্যবসায়ী নিহত
প্রকাশ : 2022-07-07 09:53:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের ফকিরহাটে উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এবি আহাদ শেখ (২৬) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে পুলিশ। নিহত আহাদ শেখ বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকার শওকত আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে ব্যবসায়িক কাজে মোটরসাইকেল যোগে ফকিরহাটে আসে আহাদ শেখ। দুপুরে ফেরার পথে পালেরহাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহাদ রাস্তায় ছিটকে পড়ে। পরবর্তীতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয় আহাদ শেখ এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) শেখ আবুল হাসান বলেন, দুপুরে মহাসড়কের ফকিরহাটের পালেরহাটের নামকস্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু আহাদ শেখ নামের এক মাছ ব্যবসায়ী নিহত হন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।