বাগেরহাটে জিপিএ (গোল্ডেন) প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও কর্ম পরিকল্পনা
প্রকাশ : 2025-08-11 13:03:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বাগেরহাটে এস. এস. সি ও সমমান পরীক্ষা ২০২৫–এ জিপিএ গোল্ডেন প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট শনিবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড.মোঃ ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ দাউদ মিয়া, এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটার্ড একাউন্টেন্ট এ.এফ নেসার উদ্দিন। সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুস্তাফিজুর রহমান,জেলা শিক্ষা অফিসার বাগেরহাট মোহাঃ সাদেকুল ইসলাম,সিপিএ রফিকুল ইসলাম জগলু,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ,এ্যাডভোকেট রাসেল আহম্মেদসহ অন্যান্যরা।
পরে সদরের বেশরগাতী এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশন চত্বরে জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ দাউদ মিয়া, এনডিসি।