বাগেরহাটে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
প্রকাশ : 2021-05-22 19:28:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত রবিউল মোল্লা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রবিউল মোল্লা উপজেলার ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লার ছেলে। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
থানা পুলিশ ও ভান্ডারখোলা গ্রামের স্থানীয়রা জানায়, উপজেলার ভান্ডারখোলা গ্রামের রতু মোল্লার সাথে প্রতিবেশি ইরাজ মোল্লার সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গত বৃহস্পতিবার (২০ মে) বিকালে দু’পক্ষের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ মিলে অন্তত ৯ জন আহত হয়। আহতদেরকে মোল্লাহাট ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মাঝে রতু মোল্লার ছেলে রবিউল মোল্লার চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর জানান, ভান্ডারখোলা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে রবিউল মোল্লা চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যালে মারা গেছে। রবিউলের মৃত্যুর খবরে ওই এলাকায় আবার উত্তেজনা সৃষ্টি হয়। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে।