বাগেরহাটে কোডেকের উদ্যোগে কম্বল বিতরণ
প্রকাশ : 2023-01-19 14:06:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপ সেন্টার (কোডেক) উদ্যোগে বুধবার (১৮ জানুয়ারী) সকালে বাগেরহাট শহরে কম্বল বিতারণ করা হয়েছে।দরিদ্র, বৃদ্ধ ও বিধবা অসহায় মানুষদের মাঝে এ কম্বল বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম। কোডেকের বাগেরহাট সদর শাখার ব্যবস্থাপক ইসরাত জাহান মর্জিনার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার। এ ছাড়াও কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান, সিইপি প্রজেক্ট ম্যানেজার লোকমান হোসেন ও সদরের উপ-শাখা ব্যবস্থাপক আল-ইমরান প্রমুখ। ঋণদান কর্মসূচি পরিচালনার পাশাপাশি কোডেক প্রতি বছরের ন্যায় এবারো অসহায়দের মাঝে বিনামূল্যে কম্বল বিতারণ করে বলে জানান কোডেক কর্তৃপক্ষ।