বাগেরহাটে কর্মজীবী নারীর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-05-18 19:49:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরীতে কর্মরত নারী শ্রমিকদের উন্নয়নে কাজ করা বাগেরহাটে ÒAdvancing Workers Rights in Sea-food and RMG Industries” নামক প্রকল্পের অবহিতকরণ সভা হয়েছে। বাস্তবায়নকারী সংস্থা কর্মজীবী নারীর আয়োজনে বুধবার (১৮ মে) দুপুরে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ সচিব শুভাশীষ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাখালগাছি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবীন্দ্রনাথ চক্রবর্তী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ফরাজি, সমাজসেবক হাকিম মল্লিক, কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, প্রোগ্রাম অর্গানাইজার রাজীব কুমার সাহা, কর্মজীবী নারী দলের সভাপতি হোসনেয়ারা বেগম, হীরামনি বেগম, শামীমা বেগম। এছাড়াও অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের শ্রমিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মজীবী নারীর প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ বলেন, কর্মজীবী নারীর দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর সহযোগীতায় ÒAdvancing Workers Rights in Sea-food and RMG Industries” প্রকল্পের আওতায় আমরা কর্মজীবী নারীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। এই প্রকল্পটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশের জন্য তাদের অধিকার বিষয়ে সচেতন করতে কাজ করবে।