বাগেরহাটে ওজনে কম দেওয়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : 2022-08-16 20:09:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের ফলতিতা মার্কেটে মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ টি মৎস্য আড়ৎতে বাটকারায় ওজনে কম এবং প্রয়োজনীয় ব্যবসায়ী কাগজ পত্র না থাকায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এর মধ্যে মেসার্স মেঘনা ফিসের খান আমজাদ হোসেনকে ৩০ হাজার টাকা, অন্তরা মৎস্য ফিস (প্রদিপ দাশ) এর আড়ৎতে ২০ হাজার টাকা, শাপলা মৎস্য আড়ৎতের এস এম সজিব ঝন্টুকে ২০ হাজার টাকা, ঠান্ডা মাসুদ-জুয়েল মৎস্য ভান্ডার খোকন চন্দ্র বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনা করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, বিএসটিআই ইন্সপেক্টর রনজিৎ কুমার মল্লিক।এসময় সার্বিক সহযোগীতা করেন মডেল থানার এএস আই আনোয়ার হোসেন সহ পুলিশের একটি দল।