বাগেরহাটে এক রাতেই ৫ বাড়িতে চুরি

প্রকাশ : 2023-01-22 12:35:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে এক রাতেই ৫ বাড়িতে চুরি

বাগেরহাটের চুরির হিড়িক পড়েছে। জেলার শরণখোলা উপজেলার এক গ্রামে এক রাতে সাংবাদিকের বাড়িসহ পাঁচ বাড়িতে চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা সিঁদ কেটে, জানালা ও ঘরের বেড়া ভেঙ্গে এই চুরি সংঘটিত করেছে।মঙ্গলবার (১৭ জানুয়ারী) দিনগত রাতে উপজেলার উত্তর কদমতলা গ্রামে এই চুরির ঘটনাগুলো ঘটে। প্রতিটা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপসহ প্রায় তিন লাখটাকার মালামাল নিয়ে যায় চোর চক্র। ক্ষতিগ্রস্তরা জানান, চোরেরা দৈনিক আমাদের সময় পত্রিকার শরণখোলা উপজেলা প্রতিনিধি মিজানুর রাকিবের ঘরের বেড়া ভেঙ্গে একটি ল্যাপটপ এবং আলমারিতে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। 

এছাড়া, একই গ্রামের একরাম গাজীর ঘরের জানালা ভেঙ্গে এক ভরি স্বর্ণালঙ্কার, রিপন তালুকদারের ঘরে সিঁদ কেটে স্বর্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকার মালামাল, সালাম হাওলাদারের ঘরের বেড়া ভেঙ্গে মূল্যবান মালামাল এবং কলিম তালুকদারের বেড়া ভেঙ্গে ১৫ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। সংবাদকর্মী মিজানুর রাকিব বলেন, তিনি রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে বাড়িতে গিয়ে ঘরের বেড়া ভাঙা দেখতে পান। পরে ঘর তল্লাশি করে টেবিলে থাকা ল্যাপটপ ও আলমারিতে গচ্ছিত টাকা না পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সংঘবদ্ধ চোরচক্র একই সময় তার গ্রামে আরো চার বাড়িতে চুরি করেছে। এ ঘটনায় শরণখোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন জানান, চুরির অভিযোগ পেয়ে ভুক্তভোগীদের বাড়ি পরিদর্শন করা হয়েছে। থানায় সাংবাদিক মিজানুর রাকিব লিখিত অভিযোগ করেছেন। চোরদের শনাক্ত করতে পুলিশের চেষ্টা জোরদার করা হয়েছে।