বাগেরহাটে একদিনে আক্রান্ত ৮৯, মৃত্যু ৩
প্রকাশ : 2021-08-01 19:22:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে একদিনে ২৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮৯ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন তিনজন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২৫ জনের। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৫১ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫২৩ জন। রবিবার (০১ আগস্ট) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ২৪ জন, মোল্লাহাটে ২২, শরণখোলায় ১৫, মোংলায় ১০, ফকিরহাটে ৮, মোরেলগঞ্জে ৬, চিতলমারী ৩ এবং কচুয়ায় ১ জন রয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ২৯৯ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাড়িয়েছে ২৯ দশমিক ৭৬ শতাংশ। এই সময়ে মৃত্যু হয়েছে তিন জনের। এই অবস্থায় বাগেরহাটবাসীকে আরও বেশি সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।