বাগেরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের যাত্রা শুরু
প্রকাশ : 2022-09-05 19:15:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় ২০২ তম শাখা হিসেবে ব্যাংকটি বাগেরহাটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন। এসময়, ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, পরিচালক আনোয়ার হোসেন, কানাডা এ·পোর্ট ইমপোর্টস এর সিইও কাজি দেলোয়ার হোসেন, প্রগতি অটোরাইস মিলের স্বত্বাধিকারী তাপস কুমার সাহা, আল আরাফাহ ইসলামী ব্যাংক খুলনার জোনাল হেড মোঃ মজিবর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পুরাতন কোর্ট মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন খানসহ গন্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু বলেন, আর্থিক লাভ নয় মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করতে এই ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের রয়েছে প্রয়োজনীয় সংক্ষক দক্ষকর্মী বাহিনী। যারা সব সময় মানুষের সেবা প্রদানে বদ্ধ পরিকর। প্রথম থেকেই আমরা চেয়েছি, মানুষের কাছে আমাদের সেবো পৌছে দিতে। সেই লক্ষে বাগেরহাটে আমরা ২০২তম শাখা উদ্বোধন করলাম। সব ধরণের ব্যাংকিং সুযোগ সুবিধা দিয়ে শাখা স্থানীয় মানুষের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।