বাগেরহাটে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : 2022-12-13 18:58:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

শান্তি,শৃক্সখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই  মন্ত্রকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৩ই ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্য্যালয়ের আয়োজনে  বাগেরহাট সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আজিজুর রহমান। এ সময় অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন বাগেরহাট আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট(চ:দা:) মো: মাজহারুল ইসলাম ভূইয়া, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) সৈয়দ মুরাদ হাসান, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপক শুদাংশু কুমার দাস, প্রমুখ।

উল্লেখ্য এই সমাবেশে বাগেরহাট সদর উপজেলার ৩০০ জন আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রীদের তাদের কাজের স্বীকৃতি হিসাবে বাইসাইকেল, শেলাইমেশিন, ছাতাসহ অন্যন্য পুরস্কার প্রদান করা হয়।