বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

প্রকাশ : 2024-08-01 11:51:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত

বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন অভিযান পালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাগেরহাট এর আয়োজনে এ বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া, (পিভিএম) এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট এস এম আনিসুর রহমান, বাগেরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশিক্ষক এস এম ফয়সাল মাহমুদ, এছাড়া বাগেরহাট সদর উপজেলার আনসার ও ভিডিপি দলনেতা ও দল নেত্রীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ০৫ জুন জাতীয় বৃক্ষ মেলা অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ উদ্ধোধন করেন। সে অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আওতায় আনসার একাডেমি, আনসার ব্যাটালিয়ন, জেলা, উপজেলা ও ক্লাব সমিতি কর্তৃক একযোগে মোট ৫০ হাজার টি ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা রোপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়। বাগেরহাটের ০৯টি উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ে এবং দুইটি ক্লাব সমিতিতে সর্বমোট ৭০৭ টি ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

 

সান