বাগেরহাটে আক্রান্ত ৯২,মৃত্যু একজন,বেড়েছে শনাক্তের হার

প্রকাশ : 2021-07-02 19:56:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে আক্রান্ত ৯২,মৃত্যু একজন,বেড়েছে শনাক্তের হার

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ১৭০ জনের নমুনা পরী¶ায় নতুন করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা সংক্রামণ হার গত দিনের (বৃহস্পতিবার-০১ জুলাই প্রাপ্ত রিপোর্ট) থেকে ৫ শতাংশ বেড়ে  ৫৪. ১১ শতাংশে দাঁড়িয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বাগেরহাটে মোট সংক্রমণের পরিমান দাড়িয়েছে ৩ হাজার ৬০৫ জনে। মোট মৃত্যু হয়েছে ৮৮ জনের। সুস্থ্য হয়েছে ২ হাজার ৪৬৫ জন। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৫ জন চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার(০২ জুলাই)দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৩১ জন, মোল্লাহাটে ১৮, ফকিরহাটে ২২, চিতলমারীতে ১, কচুয়ায় ২, মোড়েলগঞ্জে ৪, মোংলায় ৯, এবং শরণখোলায় ৫ জন রয়েছে।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, করোনা সংক্রমণ রোধে আমরা সব ধরণের চেষ্টা করছি। তারপরও সংক্রমণ কমানো যাচ্ছে না। এই অবস্থায় সকলকে আরও বেশি সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এই কর্মকর্তা।