বাগেরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : 2022-08-27 20:15:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০০৪ সালের ২১ শে আগষ্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার প্রতিবাদে এবং এর মদতদাতাদের বিচার কার্যকর করার দাবীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ আগেষ্ট) দুপুরে বাগেরহাট খানজাহান আলী মাজার গেটের সামনে সদর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান,সরদার ফখরুল আলম সাহেব,সরদার সেলিম আহমেদ,সরদার মনোয়ার হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, আওয়ামী লীগ নেতা এম এ মতিন, শেখ সেলিম আজাদ,বেগ এমদাদুল হক বাচ্চু, শেখ শমসের আলীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সংখ্যক নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ শে আগস্ট বিএনপি জামায়াতের গ্রেনেড হামলার মূল উদ্দোশ্যেই ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা করা।  কিন্তু ভাগ্যের জোরে প্রধানমন্ত্রীর জীবন রক্ষা পেলেও অনেক নেতাকর্মী ঐ দিন আহত ও শহীদ হয়েছেন। বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি ও জামায়াত দেশে ও দেশের বাইরে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করবার আহবান জাননো হয়। পাশাপাশি দেশে যাতে আর কখনো ২১ আগস্টের মতো এ ধরনের কলঙ্গিত অধ্যায় না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান বক্তারা। 

সমাবেশ শেষে এক বিশাল বি¶োভ মিছিল সমাবেশ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সমাবেশ স্থলে এসে শেষ হয়।