বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সভা

প্রকাশ : 2022-03-13 10:25:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সভা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার চেয়ারম্যান গাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, প্রফেসর চৌধুরী আব্দুর রব, অধ্যাপক সালেহ আহম্মেদসহ জেলার সকল অবসরপ্রাপ্ত কর্মচারিবৃন্দ। এসময় বক্তারা বলেন, সরকারি কর্মচারীরা দেশের জন্য সারা জচীবন কাজ করে থাকেন। অবসরে গিয়ে অনেকের নানাবিধ সমস্যায় পড়তে হয়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এ সমিতির মাধ্যমে সকলের সমস্যার সমাধান করার চেস্টা করা হয়। আগামিতে এ সংগঠনটি আরো ভালো ভাবে কাজ করবে। সমিতিকে টিকিয়ে রাখার জন্য সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।