বাগেরহাটের চারটি আসন পুর্নবহাল রাখার দাবিতে সম্মিলিত কমিটি গঠন

প্রকাশ : 2025-08-14 19:27:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটের চারটি আসন পুর্নবহাল রাখার দাবিতে সম্মিলিত কমিটি গঠন

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুর্নবহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করা হয়েছে ।বৃহস্পতিবার ( ১৪ আগষ্ট ) বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম আকরাম হোসেন তালিমকে আহবায়ক করে ৫৪ বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির কো আহবায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালামকে। এছাড়াও কমিটির যুগ্ন আহবায়ক হিসেবে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফার রহমান আলম, জামাতে ইসলামী বাগেরহাট জেলার সেক্রেটার শেখ মোহাম্মদ ইউনুস , ইসলামী আন্দোলন বাগেরহাট জেলার আমির মাওলানা মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফাত মজলিস এর আমির মাওলানা মফিজ উদ্দিন, খেলাফাত মজলিসের আমির মাওলানা আমিনুর রহমান সিদ্দিকি, হেফাজত ইসলামের আমির মাওলানা আব্দুল মাবুদ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন । 

এই কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের বাগেরহাট জেলার আমির মাওলানা রেজাউল করিমকে । এছাড়াও কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ কে রাখা হয়েছে। এর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু অন্যতম।